সাপ্তাহিক পরীক্ষা
বিষয় :
জীববিজ্ঞান সময় ৪৫ মিনিট
যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে পূর্ণমান ৩০
1.

ক. কাকে বলে ?
খ. মাইটোকন্ড্রিয়াকে কেন শক্তিঘর বলা হয় ?
গ. প্রকৃত কোষের আলোকে উদ্দীপকের A অংশটি চিত্র একে চিন্তিত কর?
ঘ. উদ্দীপকের A চিত্রটি কোষের সকল ক্রিয়া -বিক্রিয়া নিয়ন্ত্রণ করে "এর যথার্থতা নিরুপন কর.
2.

ক. ক্লোরোপ্লাস্ট এর কাজ কি?
খ. X ও Y কি ধরণের টিস্যু থাকে এবং এদের কাজ কি ?
গ. A চিত্রের থেকে অন্যান্য অংশে খাদ্য পরিবহনকারী টিস্যুর গঠন ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের জীবটির বর্ণের জন্য দায়ী অঙ্গাণুটি কীভাবে জীবজগৎকে টিকিয়ে রাখে বিশ্লেষণ কর।
3.

ক. কোষ কাহাকে বলে?
খ. A কোষের কাজ কি ?
গ. B কোষের কাজ কি ?
ঘ. উদ্ভিদ কোষ অংকন কর এবং বিভিন্ন অংশ চিন্তিত কর।
4.

ক. পেশি টিস্যু কাহাকে বলে?
খ.সিভকোষ কি ?
গ. A চিত্রের কোষের গঠন ও কাজ বর্ণনা কর।
ঘ. চিত্রের টিস্যুটির অনুপস্তিতে উদ্ভিদের কি ধরণের সমস্যা দেখা দিবে- বিশ্লেষণ কর।
No comments