Header Ads

Header ADS

               পটিমা কোচিং সেন্টার                                                 HTML

1.   ওয়েব পেজ কাহাকে বলে?
উত্তর: ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব document যা ইন্টারনেট ব্যবহারীদের দেখার জণ্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয়
2.   ওয়েব সাইট কাহাকে বলে ?                          উত্তর :    একই ডোমেইনের অধীনে একাদিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েব সাইট বলে
3.   URL এর পূর্ণরূপ  কি?                                   উত্তর: UNIFORM RESOURCE LOCATOR
4.   কত সালে ওয়েব সাইট তৈরি করা হয় ?        উত্তর : ১৯৯১ সালে
5.   HTML TAG কয় ধরনের কি কি ?            উত্তর : HTML ট্যাগ ধরণের(1)CONTAINER TAG    (2)EMPTY TAG
6.   ওয়েবসাইট এর দুটি সুবিধা লিখ?
উত্তর : (1)ওয়েবসাইটে তাৎক্ষণিক তথ্য প্রকাশ করা যায় (2)ওয়েবসাইটে ব্যাবহারকারীদের অনেক সময় বাঁচার
7.   WWW এর পূর্ণরূপ  কি?                             উত্তর : WWW এর পূর্ণরূপ WORLD WIDE WEB.
8.   IP ADDRESS কি?                                       উত্তর : ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের ঠিকানাকে IP ADDRESS বলে |
9.   হোস্টিং কাহাকে বলে ?                                 উত্তর : ইন্টারনেট ওয়েব ফাইলগুলো কোনো সার্ভারে রাখাকে হোস্টিং বলে?
10. ডোমেইন নেম কি?
উত্তর : নাম্বার দ্বারা লিখিত এডড্রেসকে সহজে ব্যবহার করার জন্য ইংরেজি অক্ষরে নাম লিখা হয় ক্যারেক্টার ফর্মের দেয়া নাম কে ডোমেইন নেম বলে
11.  সার্চ ইঞ্জিল কি ?
উত্তর : সার্চ ইঞ্জিল  হলো এমন একধরণের টুলস যার সাহায্যে ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থাকে সহজে যেকোনো তথ্য খোঁজে বের করা যায়
12. ওয়েব কাঠামো কাহাকে বলে ?
উত্তর : যে কাঠামোতে একটি ওয়েবসাইটের সকল তথ্য বা বিষয় বস্তু উপস্থাপন করা হয় তাকে ওয়েবসাইটের কাঠামো বলে
13. ওয়েবসাইটের  কাঠামো কয়টি অংশে বিভক্ত  কি কি ?
উত্তর : ওয়েবসাইটের কাঠামো টি অংশে বিভক্(1)HOMEPAGE    (2) MAINPAGE      (3)SUBPASE
14. লিনিয়ার কাঠামো কাহাকে বলে ?
উত্তর : কোনো ওয়েবসাইটের পেজগুলো ক্রমানুসারে সাজানোর কাঠামোকে লিনিয়ার কাঠামো বলে
15. সাধারণত ওয়েবসাইট কত প্রকার কি কি?
উত্তর : সাধারণত ওয়েবসাইট প্রকার  (1)স্ট্যাটিক ওয়েবসাইট (2) ডাইনামিক  ওয়েবসাইট
16. স্ট্যাটিক ওয়েবসাইট কাহাকে বলে ?
উত্তর : যে সক্কল ওয়েবসাইট পূর্বে থেকে তৈরিকৃত কিছু তথ্য প্রদর্শন করে থাকে সে সকল ওয়েবসাইটকে স্ট্যাটিক ওয়েসাইট বলে.
17. ডাইনামিক ওয়েবসাইট কাহাকে বলে ?
উত্তর : যে সকল ওয়েবসাইট অপডেট তথ্য প্রদর্শন করে তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে
18. ওয়েব ব্রাউজার কাহাকে বলে ?
উত্তর : ওয়েব ব্রাউজার হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব রিসোর্স থাকে তথ্য খুঁজে বেরকরা ,উপস্থাপনকরা  এবং সংরক্ষণ করার একটি এপ্লিকেশন সফ্টওয়ার
19. হোম পেজ কাহাকে বলে ?
  উত্তর : ওয়েবসাইটে প্রথম ডুকলে যে পেজটি ওপেন হয় সেটি হোমপেজে বলে                   
20. ট্যাগ কি ?
উত্তর : ট্যাগ হলো সাথে এম্বেডেড কোডিং নির্দেশনাবলি ওয়েব ব্রাউজার html ট্যাগ এর লেখা পদর্শন করে
21. ইউআরএল কি ?
উত্তর : কোন ওয়েবপেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে ঠিকানা নির্দিষ্ট করেদিতে হয় ইউআরএল হলো ওয়েব সাইটের একক ঠিকানা
22. HTML কি ?
উত্তর : HTML হলো ওয়েবসাইট তথা ওয়েবপেজ তৈরি করার জন্য ব্যবহৃত বিশেষ ধরণের ল্যাংগুয়েজ

 এখানে অত্যাধুনিক পদ্বতিতে H.S.C (I.C.T) শিখানো হয় । আমরা ছাত্রছাত্রীদের ভিডিও ক্লাস ও হ্যান নোট প্রদান করি যাতে ছাত্রছাত্রীরা সহজে শিখতে পারে । প্রতিটি  অধ্যায়ের বিস্তারিত আলোচনা করা হয় ।
প্রতিটি অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্ন পাওয়ার জন্য এখানে ভিজিট  করুন………………..
 Wab: www.optimabb.blogspot.com       (  ১০০% কমন উপযোগী প্রশ্ন পেতে ভিজিট করুন)
      FB:  www.facebook.com/optimahd        ( ICT সকল প্রশ্ন পেতে ADD হন )
   Phone:01780340461     (যোগাযোগ )


No comments

Powered by Blogger.